একটি ইংরেজি ব্যাকরণ বই থেকে কিভাবে সর্বোচ্চ সুবিধা নেয়া যায়
আপনার বাছাইকৃত কোনো ব্যাকরণ বই থেকে কিভাবে সর্বোচ্চ সুবিধা নেয়া যায় সে ব্যাপারে কিছু টিপস নিচে দেয়া হলো।
- অধ্যায় ভিত্তিক পাঠগুলো চর্চা করুন। বেশীরভাগ ব্যাকরণ বইয়ের শুরুতে সাধারণত সহজ এবং প্রাথমিক নিয়মগুলো আলোচনা করা হয় এবং পরবর্তী অধ্যায়গুলো একটু একটু করে কঠিন হতে থাকে। ফলে বইটির সূচিপত্র দেখে দেখে ক্রমানুযায়ী অধ্যায়গুলো চর্চা করা একটি কার্যকর উপায় বলে প্রমাণিত হবে।
- প্রথমে নিয়ম বা সূত্রগুলো পড়ুন। নিয়মগুলো পড়া এবং বোঝার আগে কোনোভাবেই অনুশীলনী চর্চা করতে যাবেন না। নিয়মগুলো ঠিকভাবে বোঝার পর অনুশীলনী চর্চা শুরু করলে আপনার যেকোনো ধরণের ভুল হবার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে।
- বইয়ে যেসব উদাহরণ দেয়া আছে সেগুলো দেখে দেখে নিজে বাক্য গঠন করার চেষ্টা করুন। বইয়ের অধিকাংশ উদাহরণে প্রচলিত কিছু ভোকাবুলারি এবং ফ্রেজ ব্যবহার করা হয়। ফলে আপনি সেগুলোর গঠন পদ্ধতি মুখস্থ করে আপনার প্রতিদিনের কথোপকথনে ব্যবহার করতে পারবেন।
যেমন, বইয়ের মধ্যে আপনি এরকম কিছু উদাহরণ দেখতে পাবেন, “Can you tell me the way to the school?” এই বাক্যের প্রথম অংশটি আপনি মুখস্থ করে ফেলতে পারেন এবং বাক্যের পরবর্তী অংশের “school”-এর পরিবর্তে “bank” অথবা “restaurant” শব্দটিও ব্যবহার করে সেগুলোর অবস্থান জানতে পারেন। একইভাবে, কাউকে অন্য একটি জায়গার দিক-নির্দেশনা জিজ্ঞেস করার সময়ও আপনি এরকম বাক্য ব্যবহার করতে পারবেন।
- অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিয়েছেন কিনা তা বোঝার জন্য উত্তরপত্র দেখুন। ইংরেজি ব্যাকরণ বই কেনার সময় বইটির সাথে উত্তরপত্র আছে কিনা দেখে নিন। উত্তরপত্রে সকল অনুশীলনীর উত্তর দেয়া থাকে, ফলে আপনি সেগুলোর সাথে নিজের উত্তর মিলিয়ে দেখতে পারবেন।
উত্তরগুলো সঠিকভাবে দিতে পারছেন কিনা সে ব্যাপারে আপনার নিশ্চিত হতে হবে। অন্যথায় আপনার ভুলগুলো থেকে আপনি কিছু শিখতে পারবেন না।
- সহায়ক হিসেবে FluentU-এর রিয়েল-ওয়ার্ল্ড ভিডিওগুলো ব্যবহার করুন। কোনো শব্দের উচ্চারণ, বলার ভঙ্গি অথবা প্রতিদিনের কথোপকথনের বিচিত্রতা শেখা বা বোঝার ক্ষেত্রে ব্যাকরণ বই খুব একটা কাজে আসে না। তাই আপনার উচিৎ হবে যতোটা সম্ভব নিজেকে ইংরেজি ভাষার সাথে সম্পৃক্ত রাখা। এক্ষেত্রে FluentU আপনার জন্য সবচেয়ে কার্যকরী একটি মাধ্যম হবে।
![free-english-grammar-books](https://www.fluentu.com/blog/english/wp-content/uploads/sites/4/2018/10/computer-english-1.jpg)
FluentU প্রকৃত কিছু ইংরেজি ভিডিও সরবরাহ করে। এর মধ্যে আছে সিনেমার ট্রেইলার, মিউজিক ভিডিও, অনুপ্রেরণামূলক বক্তৃতা এবং আরও শিক্ষা সহায়ক উপকরণ। FluentU এগুলোকে ব্যবহারকারীদের জন্য ব্যক্তিগতভাবে ব্যবহার উপযোগী ভাষা শিক্ষার পাঠে পরিণত করেছে। প্রতিটি ভিডিও-এর সাথে রয়েছে ইন্টারেক্টিভ সাব-টাইটেল, ফ্ল্যাশ-কার্ড, মজার মজার কুইজ এবং সম্পূর্ণ কিছু ট্রান্সক্রিপ্ট। এভাবে আপনি সহজাত ইংরেজি বক্তৃতা শুধু মুখস্থই করবেন না, বরং সেই সাথে আপনি সক্রিয়ভাবে সেগুলো রপ্তও করে ফেলবেন।
0 Comments