Vocabulary: দ্যা ফার্স্ট স্টেপ টু লার্ন English

বন্ধুরা, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন এখন কেবল বিদেশ যাওয়ার জন্যই নয় বরং যেকোনো পর্যায়ে উচ্চশিক্ষা এবং সমৃদ্ধ একটি ক্যারিয়ারের জন্য ইংরেজি এখন অপরিহার্য ভাষা। এটা জেনে রাখা ভালো যে, শুদ্ধভাবে বাংলা জানার পাশাপাশি ইংরেজি ভাষাতেও পর্যাপ্ত জ্ঞান না থাকলে জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হবে। কারণ পৃথিবী এখন একটি গ্রামের মতো হয়ে গেছে। আর ইংরেজি ভাষা পুরো পৃথিবীকে গেঁথেছে একই মালায়।

যেকোনো ভাষাতেই দক্ষতা অর্জনের জন্য Vocabulary বা শব্দভাণ্ডার একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইংরেজির ক্ষেত্রেও এর কোনো ব্যাতিক্রম নেই। Listening, Speaking, Reading এবং Writing - চারটি Skill ই যথাযথভাবে আয়ত্ত করতে সবার আগে প্রয়োজন Vocabulary। কিন্তু সবার আগে প্রয়োজন শিক্ষার্থীর নিবিষ্ট আগ্রহ। মনে রাখতে হবে, শ্রম, নিষ্ঠা, এবং একাগ্রতা ছাড়া কিছুই অর্জন করা যায় না। যাই হউক, আজ আমরা আলাপ করবো ইংরেজি ভাষার Vocabulary শেখার জন্য যা করতে হবে সে বিষয়ে।

পড়া, পড়া এবং পড়া:

প্রচুর পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পড়া ছাড়া তো কিছু শেখা যায় না। নিয়মিত পড়াশোনার মাধ্যমে ইংরেজি শব্দের ব্যবহার এবং বাক্য লেখার স্টাইল হূদয়ঙ্গম করা যায়। পড়ার ক্ষেত্রে ইংরেজি গল্পের বই থেকে শুরু করা যেতে পারে। তাছাড়া ফিকশন, উপন্যাস ইত্যাদিও ধীরে ধীরে পাঠ তালিকায় যুক্ত করা যায়। আবার ইংরেজি পত্রিকা Vocabulary সমৃদ্ধির অনন্য একটি ব্যবস্থা। শুরুটা করা যায় পত্রিকার পছন্দের পাতা থেকে। পড়ার সময় কঠিন শব্দগুলো একটি ডায়েরিতে লিখে রাখলে মনে রাখতে সহজ হবে। পড়ার সময় অপরিচিত, ভালোলাগার শব্দগুলোকে Highlighter দিয়ে চিহ্নিত করে রাখা যায়। তারপর ডিকশনারি থেকে অর্থ ও বাক্যের ব্যবহার শেখা যায়।

ইংরেজি মুভি / সিরিয়াল/ সংবাদ দেখা:

ইংরেজিতে ভোকাবুলারি বাড়াতে হলে ইংরেজি মুভি/সিরিয়াল এবং টিভি সংবাদগুলো দেখার কোনো বিকল্প নেই। বিবিসি, সিএনএন, ভয়েস অব আমেরিকার পাশাপাশি বাংলাদেশী সংবাদ চ্যানেলের ইংরেজি সংবাদ দেখা যায় ।

ভোকাবুলারির গেমস:

নানারকম গেমস এর মাধ্যমে আনন্দের সাথে ইংরেজি ভোকাবুলারি শেখা যায়। যেমন- ক্রসওয়ার্ড পাজল, স্ক্রাবল, এরকম অনেক গেমস আছে যেগুলোর মাধ্যমে নতুন নতুন ওয়ার্ড শেখা যায়। এছাড়াও ফ্ল্যাশ কার্ডের মাধ্যমেও ভোকাবুলারি Practice করা যায় অনেক সহজে।

প্রযুক্তির ব্যবহার:

প্রযুক্তি যখন আমাদের হাতের মুঠোয় তখন ইংরেজি শেখা কঠিন হতে পারে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রি ভোকাবুলারি শেখার অনেক সুযোগ রয়েছে। নানারকম পেইজ এবং গ্রুপের মাধ্যমে Learning Community ও গড়ে তোলা যায়। অন্যদিকে, মোবাইলে অজস্র অ্যাপস আছে, ডিকশনারি আছে, ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে আছে কতোশতো ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল। এছাড়াও আমরা Podcast, Ted talk শুনতে পারি। তবে ব্রিটিশ কাউন্সিল এবং আমেরিকান দূতাবাসের ইংরেজি ভাষা শিক্ষা বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে আমরা অনেক নির্ভরশীলতার সাথে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারি।

শব্দ শব্দ খেলা:

শব্দ শেখার চেয়ে মনে রাখাটা অনেক কষ্টকর। সেজন্য Practice এর কোনো বিকল্প নেই। এক্ষেত্রে বন্ধু বান্ধব মিলে শব্দ শব্দ খেলা একটি মজার মাধ্যম। যেমন- একটা শব্দ যে Letter দিয়ে শেষ হবে, অন্যজন পরের শব্দ সেটা দিয়ে শুরু করবে।

প্রতিদিন সময় দেয়া:

হুট করে একদিনে কিন্তু অনেক শব্দ শেখা যায় না। তাই প্রতিদিন শেখার চেষ্টা করতে হবে। এমন হতে পারে যে, প্রথম এক সপ্তাহ ৫টি করে শব্দ শেখার চেষ্টা করা গেল, এরপর প্রতিদিন আরও দুটি করে শব্দ বাড়তে থাকলো। আবার কিছু দিন পরপর রিভিশন দিলে শব্দগুলো মনেও থাকবে।

মনে রাখতে হবে ব্যবহারের মাধ্যমে:

নতুন শেখা শব্দগুলোকে বাঁচিয়ে রাখতে হবে ব্যবহার করে। শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করে আবার Speaking মধ্যে ব্যবহার করেও মনে রাখা যায়।

মূল কথা হচ্ছে, শেখার আগ্রহ এবং সময় দেয়া। তাড়াহুড়ো কিংবা শর্টকাট পন্থা শেখার পথে বড়ো অন্তরায়। তাছাড়া, শব্দভাণ্ডার বৃদ্ধির জন্য নিজেরাই নিজেদের পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে কৌশল তৈরি করতে হবে। তবে এটা ঠিক, একটি সমৃদ্ধ শব্দভাণ্ডার তৈরি করতে পারলে ইংরেজি ভাষার ৪ টি Skill ই আয়ত্তে আনা সম্ভব হবে।